Home দেশ সংবাদ রাজবাড়ী সদরে জন্মনিবন্ধন ও বাল্যবিবাহবিরোধী সভা

রাজবাড়ী সদরে জন্মনিবন্ধন ও বাল্যবিবাহবিরোধী সভা

80
0
blank

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার।

সভায় জেলা প্রশাসক বলেন, “ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশগণ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা ছাড়াও বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে তাঁরা ভূমিকা রাখতে পারেন। সমাজের এই ব্যাধিগুলো প্রতিরোধে আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “উপজেলাকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদেরও সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে সংযোগ রেখে তথ্য দিয়ে সহযোগিতা করা, সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়াই হবে উন্নয়নের চালিকাশক্তি।”

সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, তা তুলে ধরেন সভায়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে উপজেলা মৎস্য অফিস চত্বরে খোলা একুরিয়ামে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি ও অফিস চত্বরের সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।