Home দেশ সংবাদ দুর্নীতির প্রমাণ মিললেই বিচার: গাইবান্ধায় দুদক মহাপরিচালক

দুর্নীতির প্রমাণ মিললেই বিচার: গাইবান্ধায় দুদক মহাপরিচালক

95
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

“নতুন প্রজন্মের চেতনায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া হবে”—এ বার্তা নিয়ে গাইবান্ধায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দুদকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত থাকুক, প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক, যুগ্ম সচিব মোতাহার হোসেন বলেন, “দুর্নীতিবিরোধী লড়াইয়ে আপোষ নেই। আমরা তথ্যভিত্তিক তদন্তে বিশ্বাস করি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম, দুদকের রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপপরিচালক শাওন মিয়া, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা, তথ্য প্রকাশের নিরাপত্তা, এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য খাতসহ সব স্তরে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দুদকের মহাপরিচালক জানান, শিক্ষার্থীদের মধ্য থেকেই দুর্নীতিবিরোধী মানস গড়ে তুলতে হবে। তাহলেই গড়ে উঠবে সুশাসনের ভিত্তি।