চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় প্রাণ গেছে মাত্র ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর। নিহত শিশুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামের সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী রাজু সিংহের ছেলে—শ্রী রহিত সিংহ। সে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, রবিবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালে শিক্ষককে বলে প্রস্রাব করতে বিদ্যালয়ের বাইরে যায় রহিত। এ সময় বিদ্যালয়ের সামনের আমগাছের নিচে দাঁড়িয়ে থাকলে হঠাৎ বজ্রপাতের শিকার হয় সে। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও শিক্ষকরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পরিবারটি আবেদন করলে সরকারিভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। শিশুটির শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
“যমুনা সংবাদ” পরিবার নিহত শিশু রহিত সিংহের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাচ্ছে।








