আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক সমর্থন লাভ করেছেন সমাজতান্ত্রিক ঘরানার সোমালি-আমেরিকান রাজনীতিক ওমর ফাতে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
মিনিয়াপোলিসে ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই উঠে আসা ওমর ফাতে মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটর হিসেবেও পরিচিত। তাঁর এই মনোনয়ন শহরের অভিবাসী, সংখ্যালঘু ও প্রগতিশীল রাজনীতির অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
ওমর ফাতে নিজেও এক শরণার্থী পরিবার থেকে উঠে এসেছেন। তরুণ বয়সেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ফাতে মিনেসোটা ডেমোক্রেটিক-ফার্মার-লেবার পার্টির (DFL) হয়ে রাজনীতিতে সক্রিয় হন এবং পরে রাজ্য সিনেটে নির্বাচিত হন।
বিশ্লেষকদের মতে, মিনিয়াপোলিসের মতো বৈচিত্র্যপূর্ণ ও সামাজিক ন্যায়বিচার-সচেতন শহরে ওমর ফাতের প্রার্থিতা গুরুত্বপূর্ণ এক সামাজিক বার্তা বহন করে। তিনি শহরের পুলিশ সংস্কার, আবাসন ন্যায়, শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষা ইস্যুকে কেন্দ্র করে তার প্রচারণা চালাচ্ছেন।
ডেমোক্রেটিক পার্টির এই আনুষ্ঠানিক সমর্থনের ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে ফাতে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
মিনিয়াপোলিস শহরটি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ সংস্কার ও বর্ণবাদবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই পরিপ্রেক্ষিতে ওমর ফাতের উত্থান অনেকের কাছে এক নতুন রাজনীতির প্রতীক।








