যমুনা সংবাদ ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) ঢাকায় সেনাসদরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পর্ষদের কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার এ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর নির্বাচন পর্ষদ পেশাদারিত্বের ধারাকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কমান্ডারবৃন্দ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সেনাসদর নির্বাচনী পর্ষদ হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ের পদোন্নতি ও নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা প্রতি বছর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
এবারের পর্ষদে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতি সেনাবাহিনীর গঠনমূলক ও পেশাদার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার অঙ্গীকারকে নতুন মাত্রা দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।








