Home দেশ সংবাদ চকবাজারে ফার্মেসি মালিককে ছুরিকাঘাত: হামলাকারী গ্রেফতার

চকবাজারে ফার্মেসি মালিককে ছুরিকাঘাত: হামলাকারী গ্রেফতার

104
0
blank

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজারে ওষুধ ব্যবসায়ী মো. নাহিদুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। শনিবার (১৯ জুলাই) রাতে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাতে জানা যায়, গত (১৬ জুলাই ২০২৫) বুধবার, বিকেল আনুমানিক ৩টা ১৬ মিনিটে চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত “আব্দুল্লাহ ফার্মেসি”-তে এ হামলার ঘটনা ঘটে। ঐ ফার্মেসির মালিক মো. নাহিদুল ইসলাম (৩৭) দোকানে থাকা অবস্থায় একজন অজ্ঞাতনামা যুবক হঠাৎই প্রবেশ করে তাকে বাম বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে এক যুবক ফার্মেসিতে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ কেনার অনুরোধ জানান। দোকানদার প্রেসক্রিপশন দেখতে চাইলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। একই দিন বিকেলে সে পুনরায় ফিরে এসে এ বর্বরোচিত হামলা চালায়।

হামলার পরপরই চকবাজার থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নামে পুলিশ। চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে বংশাল থানাধীন সাতরওজা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাদ্দাতুল ইসলাম আপনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার ৬৬/১ নম্বর বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা জামা-প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাদ্দাতুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।