কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কে পিকআপ দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে একজন সফল ও জনপ্রিয় ব্যবসায়ী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের “ঈগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন” ও “কুমিল্লা রেস্টুরেন্ট”-এর স্বত্বাধিকারী। তিনি উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের প্রয়াত জব্বার মিয়ার ছেলে। আশিক একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি ও সম্মান অর্জন করেছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আশিক মিয়া শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে মাছ বোঝাই একটি পিকআপে করে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। গাড়িটির চালকের পাশে বসা ছিলেন তিনি। পথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আশিক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতর আটকা পড়েন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “দুর্ঘটনায় নিহত আশিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রবিবার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি মা, বাবা (প্রয়াত), দুই ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে কমলগঞ্জসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তাকে একজন সদালাপী, উদার, মানবিক ও উদ্যোমী মানুষ হিসেবে স্মরণ করছেন অনেকে।








