Home দেশ সংবাদ কালভার্ট নিয়ে রাজনীতি, জলাবদ্ধতায় গ্রামবাসী

কালভার্ট নিয়ে রাজনীতি, জলাবদ্ধতায় গ্রামবাসী

103
0
blank

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে দীর্ঘদিনের জলপ্রবাহের একমাত্র পথ ছিল একটি পুরনো কালভার্ট। শত বছরের বেশি পুরনো সেই কালভার্টটি সম্প্রতি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ভেঙে ফেলা হয়। নতুন করে কালভার্ট নির্মাণের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীর বাধার মুখে সেটি বাস্তবায়ন হয়নি। উল্টো মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে কালভার্টের স্থান। এর ফলে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়ছেন এলাকার অন্তত অর্ধশতাধিক পরিবার।

জানা গেছে, গাজীপুর থেকে হোসেনপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তাহের ব্রাদার্স’। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আলী নূর বলেন, “একটি কালভার্ট নির্মাণে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়। অনেক আবেদন করেও কেউ কালভার্ট পায় না। অথচ মাইজহাটি গ্রামের মানুষের এই সুযোগটি স্বাভাবিকভাবেই পাওয়া উচিত ছিল। কিন্তু স্থানীয়ভাবে বাধা পেয়ে আমরা কাজ বন্ধ রাখতে বাধ্য হই।”

স্থানীয়রা জানান, মাইজহাটির বাসিন্দা মাজহারুল নামের এক ব্যক্তি কালভার্ট নির্মাণে বাধা প্রদান করে আসছেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও মেলেনি কোনো সমাধান।

জলাবদ্ধতার কারণে ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কৃষক আব্দুর রাজ্জাক জানান, “অল্প বৃষ্টিতেই ঘরে পানি ওঠে, ফসল নষ্ট হয়। আমার চাচার আখখেত সম্পূর্ণ পানিতে ডুবে গেছে।”

একই গ্রামের রতন মিয়া বলেন, “পুকুরে ২০ হাজার টাকার মাছের পোনা ছেড়েছিলাম। এখন সব পানিতে ভেসে গেছে। কীভাবে ক্ষতি সামাল দেব বুঝতে পারছি না।”

আরেক কৃষক শাহজাহান মিয়ার বক্তব্য, “আমার দাদার দাদার আমল থেকেই এখানে কালভার্ট ছিল। কখনো পানি জমেনি। কিন্তু এখন পানি নিষ্কাশনের পথ না থাকায় ঘর-বাড়ি ডুবে যাচ্ছে।”

প্রসঙ্গত, ছয় মাস আগে ইউএনও বরাবর দেওয়া এক লিখিত আবেদনে মাইজহাটি মৌজায় নতুন কালভার্ট নির্মাণের দাবি জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষায় পুরো গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা দ্রুত কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।