Home দেশ সংবাদ ইন্দুরকানীতে ভূমি অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ইন্দুরকানীতে ভূমি অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

121
0
blank

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জমি-জমা সংক্রান্ত সেবা পেতে হলে অফিস সহকারী রুস্তম আলীকে নিয়মিত ঘুষ দিতে হয়, তা না হলে দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।

ভুক্তভোগী চান খান বলেন, “একটি নামজারির জন্য তিনি আমার কাছে ১১ হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধে ৭ হাজার টাকায় রাজি হন। আমি একজন গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দিই? সরকার যেখানে অনলাইনে নামজারি চালু করেছে, সেখানে এমন হয়রানির শিকার হতে হবে কেন?”

স্থানীয় ইউপি সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই ভূমি অফিসে ঘুষ বাণিজ্য চলে আসছে। রুস্তম আলী নিজেকে প্রভাবশালী মনে করেন এবং সরাসরি ঘুষ দাবি করেন বলেও অভিযোগ রয়েছে। তারা আরও জানান, এ নিয়ে মৌখিকভাবে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রুস্তম আলী। তিনি বলেন, “আমি কাউকে ঘুষ নিইনি। খাজনার টাকা নেওয়াকেও অনেকে ঘুষ বলে প্রচার করছে।”

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী **যমুনা সংবাদ**কে জানান, “এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা বলছেন, বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঘুষবাণিজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। ভূমি অফিসে স্বচ্ছতা ফেরাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।