সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলার ১২টি উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক জেলা সদস্য সুশান্ত বণিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার। তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী আওয়ামী আমলে শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করায় আমরা ধর্মীয় ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০২ সাল থেকে আমরা এই ফ্রন্টের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, “এই ফ্রন্ট এখন হাওর এলাকার উপজেলা পর্যায়েও বিস্তৃত হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিএনপির পতাকাতলে এই দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য ভাস্কর রায়, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য অজিত দাস, যুবদল নেতা রনজিৎ সূত্রধর, রমাকান্ত দাস, রামকৃষ্ণ তালুকদার সবুজ, কৃষ্ণমোহন রায়, শংকর দাস, রাজন তালুকদার, দেবেশ রায়, ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাগর সরকার প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নারী নেত্রী পার্বতী রানী আচার্য, ডাঃ বাপ্পু রায়, মানিক লাল দাস, বাবুল রঞ্জন দাস, ঘোষ তালুকদার, রিন্টু রায়, কলিংক রায়, দীপক দেবনাথ, রানা তালুকদার ও শান্ত বৈদ্যসহ অনেকে।
বক্তারা বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।








