Home দেশ সংবাদ গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

100
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে আলোচনায় উঠে এসেছেন হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এই ব্যতিক্রমী আয়োজন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের রিয়া মনি খাতুন (২১)-কে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন হৃদয় মিয়া। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহে জর্জরিত ছিলেন এই দম্পতি। অবশেষে পারিবারিকভাবে বৃহস্পতিবার (১৭ জুলাই) উভয়পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়। তালাকের সময় মোহরানার পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হয় মেয়ের অভিভাবকদের।

তালাকের পরদিন শুক্রবার হৃদয় মিয়া ‘স্বস্তি ফিরে পেয়েছেন’ দাবি করে জমিদার বাজারে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন। এ সময় গ্রাম্য বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দঘন পরিবেশে গোসল করিয়ে দেন তার স্বজনরা। আশপাশের কয়েক শতাধিক মানুষ ঘটনাটি দেখতে ভিড় করেন, ফলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে হৃদয় মিয়া সাংবাদিকদের বলেন, “বিয়ের পর থেকেই সংসারে শান্তি পাইনি। অনেক সহ্য করেছি, শেষমেশ তালাকই ছিল মুক্তির পথ। তাই এই আনন্দে দুধ দিয়ে গোসল করেছি।”

ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান বলেন, “এমন ব্যতিক্রমী ঘটনার কথা লোকমুখে শুনেছি। তবে বিষয়টি সামাজিকভাবে আলোচনার জন্ম দিয়েছে।”

স্থানীয়দের মতে, তালাক একটি ব্যক্তিগত বিষয় হলেও এ ধরনের প্রকাশ্য উদযাপন সামাজিকভাবে বিতর্কিত এবং অনেকে এটিকে ‘অসামাজিক প্রদর্শনী’ বলেও মন্তব্য করেছেন।