Home দেশ সংবাদ রামগঞ্জে মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

রামগঞ্জে মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

105
0
blank

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রামগঞ্জে শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫ জন প্রিন্ট ও অনলাইন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় পাঠদান করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ইউল্যাবের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী। তারা মাল্টিমিডিয়া জার্নালিজমে প্রযুক্তির ব্যবহার, মোবাইল ও ভিজ্যুয়াল রিপোর্টিং, ফ্যাক্ট-চেকিং এবং নৈতিক সাংবাদিকতার আধুনিক কৌশল নিয়ে আলোচনা করছেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের এবং সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা মনি।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালাটি এক আন্তঃক্রিয়ামূলক জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

প্রশিক্ষণ কর্মশালাটি আগামী দুই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে।