Home রাজনীতি ছাত্রলীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ

ছাত্রলীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ

84
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম।

বক্তব্য দেন জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা শূরা সদস্য সাইফুল ইসলাম মণ্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, সদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম ও শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস।

নেতারা বলেন, যারা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করে দেশ চালিয়েছে, তাদের ছায়া সংগঠন ছাত্রলীগ আজও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে তারা আবারও প্রমাণ করেছে—এরা সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করতে চায়।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।