চুয়াডাঙ্গা প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং শারীরিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজকের তরুণরাই নেতৃত্ব দেবে।”
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ম্যারাথনটি কলেজ ফটক থেকে শুরু হয়ে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে ছিল উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য এবং জাতীয় চেতনার উজ্জ্বল বহিঃপ্রকাশ।
ম্যারাথন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সজল, সবুজ ও সুজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে জেলায় দেশপ্রেম, ঐক্যবদ্ধতা ও ক্রীড়াবান্ধব মনোভাব আরও শক্তিশালী হবে। তরুণদের মধ্যে জাতীয় ইতিহাস ও আন্দোলনের প্রতি আগ্রহও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।








