Home রাজনীতি গোপালগঞ্জ হামলার প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

103
0
blank

মৌলভীবাজার প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এম সাইফুর রহমান রোড অতিক্রম করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ এবং জেলা সভাপতি নিজাম উদ্দিন।

বক্তারা বলেন, “গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের নেতৃত্বাধীন একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। এই ঘটনা জাতির জন্য কলঙ্কজনক।”

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়া বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতাসীনদের দমন-পীড়ন ও গণতন্ত্রহীন পরিস্থিতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।