সিরাজগঞ্জ প্রতিনিধি || যমুনা সংবাদ
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা যুবদলের ১৮টি সাংগঠনিক ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।
স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।
সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপি ও তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গণআন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে। তারেক রহমান দেশের গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে অপপ্রচার আর সহ্য করা হবে না।”
বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবু সাইদ সুইট, পৌর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামানিক এবং সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম।
বক্তারা অবিলম্বে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন।
এছাড়া সমাবেশে দেশব্যাপী ভয়ভীতির পরিবেশ তৈরি করে সরকার যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চাইছে, তা ব্যর্থ করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।








