Home রাজনীতি গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ মিছিল

126
0
blank

নিজস্ব প্রতিবেদক, যমুনা সংবাদ

নীলফামারী, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে জেলা এনসিপি।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভায় নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক আব্দুল মজিদ। তিনি বলেন,

“গোপালগঞ্জে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আর কোনোভাবেই রাজনৈতিকভাবে টিকতে পারছে না। আজ জনগণ ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে রাজপথে নেমেছে। এই হামলার মাধ্যমে তারা গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু সেই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়ক মহাইমিনুর রহমান সানা। তিনি বলেন,

“আওয়ামী লীগ আর রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নেই। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গোপালগঞ্জে আমাদের নেতাদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রকে আরও দৃঢ় করবো, পিছু হটবো না।”

বিক্ষোভে বিভিন্ন পেশাজীবী মানুষ, তরুণ প্রজন্ম, নারী ও বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ‘ফ্যাসিবাদের পতন চাই’, ‘গণতন্ত্র চাই’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’—এমন নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নীলফামারী জেলা শাখা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচি শেষ হয় সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি ও আগামী দিনের বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়ে।