Home রাজনীতি বৃষ্টিতে ভিজে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বৃষ্টিতে ভিজে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

102
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকতায় দেয়া অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বৃষ্টিভেজা বিক্ষোভ সমাবেশ করেছে গাইবান্ধা জেলা বিএনপি।

বুধবার (১৬ জুলাই) দুপুরে প্রবল বর্ষণের মাঝেও গাইবান্ধা সদর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু বলেন, “দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একদলীয় ক্ষমতাসীন গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করছে। তবে বিএনপি এসব ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে।”

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ।

বক্তারা বলেন, “দেশের প্রতিটি জেলা-উপজেলায় চাঁদাবাজি, গুম, খুন ও মসজিদের ভেতর পর্যন্ত হামলার ঘটনা প্রমাণ করে, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে মিথ্যা মামলা ও পুলিশি জুলুম চালানো হচ্ছে।”

বিক্ষোভে দলীয় নেতাকর্মীদের দৃঢ় উপস্থিতি এবং টানা বৃষ্টিতে ভিজেও কর্মসূচি পালন করাকে ‘আন্দোলনের নতুন ধারার প্রতিচ্ছবি’ হিসেবে উল্লেখ করেন নেতারা।