নীলফামারী প্রতিনিধি:
নারী সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নীলফামারী। গত ৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলীপাড়ায় সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনের আয়োজন করে “নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি”। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।”
তারা আরও বলেন,
“এই হামলার পেছনে রাজনৈতিক প্রভাবশালী চক্রের মদদ থাকতে পারে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার না করলে সারাদেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।”
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাংবাদিক স্বপ্না শাহ সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়ম, দুঃশাসন ও প্রভাবশালী মহলের দখলদারিত্বের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র তার ওপর হামলা চালায়।
সাংবাদিক নেতারা বলেন,
“সাংবাদিকতা কোনো অপরাধ নয়। একজন পেশাদার সংবাদকর্মীর কাজ হলো জনগণের পক্ষে সত্য বলা। অথচ আজ সেই সত্য বলার দায়ে তাকে হামলার শিকার হতে হলো।”
তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, আহত সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ বর্তমানে শারীরিক ও মানসিক ট্রমায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।








