Home বাংলাদেশ ছদ্মবেশে দুদকের অভিযান: গাজীপুর বিআরটিএতে ভয়াবহ অনিয়ম ফাঁস

ছদ্মবেশে দুদকের অভিযান: গাজীপুর বিআরটিএতে ভয়াবহ অনিয়ম ফাঁস

109
0
blank

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর বিআরটিএ অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরীক্ষা না দিয়েও পাশ, এমনকি শূন্য নম্বর পেয়েও ড্রাইভিং লাইসেন্স পাওয়া—এমন নজিরবিহীন কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে দুদক।

সোমবার (১৫ জুলাই) দিনভর গাজীপুর বিআরটিএ কার্যালয়ে গোপন তদন্ত চালান দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযানে দেখা যায়, লিখিত পরীক্ষার খাতায় কোনো প্রার্থীর নাম না থাকা সত্ত্বেও তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে। আবার কেউ কেউ শূন্য (০) নম্বর পেয়েও লাইসেন্স পেয়েছেন।

নিয়ম অনুযায়ী, ২০ নম্বরের লিখিত পরীক্ষায় কমপক্ষে ১২ নম্বর পেতে হয়। কিন্তু এই মানদণ্ড না মেনেই লাইসেন্স দেওয়া হচ্ছে। অভিযানে লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্ত অন্তত ছয়টি গুরুতর অনিয়ম উদঘাটন করা হয়।

দুদক কর্মকর্তা এনামুল হক যমুনা সংবাদকে বলেন,

“এটি শুধু দুর্নীতি নয়, এটি জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে সরাসরি খেলা। অদক্ষ চালকদের রাস্তায় নামতে দিয়ে প্রতিদিনই ঝুঁকিতে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে।”

তিনি আরও জানান, অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ কিছু কাগজপত্র পরে সরবরাহ করার আশ্বাস দিয়েছে। সব তথ্য যাচাই করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন,

“বিআরটিএ অফিসে কর্মরত কিছু অসাধু কর্মচারীর বিষয়ে আমরা আগে থেকেই অবহিত। দুদকের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, বিআরটিএ গাজীপুর অফিসে ঘুষ, দালাল ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার তা প্রমাণিত হলো রাষ্ট্রীয় দুর্নীতি দমন কমিশনের হাতেই।

এই ধরনের ভয়াবহ অনিয়ম শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়—এটি রাস্তায় প্রতিদিন যারা গাড়ি চালায় ও যারা পথচারি, তাদের জীবনের সরাসরি হুমকি।