ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
জনস্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় সোমবার (১৪ জুলাই) অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA)। এ সময় ড্রাগ লাইসেন্সবিহীন, অনিয়ন্ত্রিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সংরক্ষণের দায়ে বেশ কয়েকটি ফার্মেসিতে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দেখা যায়, কিছু দোকান বছরের পর বছর ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করে আসছে। কারো নেই দক্ষ ফার্মাসিস্ট, কারো দোকানে নেই পর্যাপ্ত রেজিস্ট্রার বা ওষুধ সংরক্ষণের ন্যূনতম শর্ত। এমনকি কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধও বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কর্মকর্তারা। তারা স্পষ্ট ভাষায় বলেন, “লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করা শুধু বেআইনি নয়, এটি একটি অপরাধ। জনগণের জীবন নিয়ে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঔষধ প্রশাসনের একজন প্রতিনিধি বলেন, “নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে কিডনি, লিভার এমনকি হৃদরোগসহ মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। অনেক সময় এসব ওষুধ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।”
অভিযানকালে ৬টি ফার্মেসিতে লাইসেন্স না থাকা ও নিয়মবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এরমধ্যে ৩টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক অর্থদণ্ড করা হয়, অন্য ৩টির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। কিছু দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং সেগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়, যেন তারা ওষুধ কিনতে গিয়ে দোকানের বৈধতা সম্পর্কে সচেতন হন। লাইসেন্স নম্বর দেখা, ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করা এবং মেয়াদ যাচাই করে ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়।
ডিমলা ইউএনও বলেন, “জনগণের সচেতনতাই এই সমস্যার স্থায়ী সমাধান। কারো মাধ্যমে অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান।”
অভিযানের সময় অনেক স্থানীয় বাসিন্দা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, “ডিমলায় অনেক দিন ধরেই কিছু ভুয়া দোকান ওষুধ বিক্রি করে আসছে। আজ প্রশাসনের হস্তক্ষেপে আমরা স্বস্তি পেলাম।”
তারা আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত হলে নকল ও ভেজাল ওষুধের বিপণন বন্ধ হবে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।








