Home দেশ সংবাদ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

95
0
blank

মৌলভীবাজার প্রতিনিধি:

সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং সরকারের দমন-পীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কাশিনাথ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও শাফিউল ইসলাম জুসেফের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাছুম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—

সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুনে,

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, দেলওয়ার আহমেদ, রুমান আহমেদ, মনসুর আহমেদ,

সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান,

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল,

কুলাউড়া উপজেলা আহ্বায়ক রেজাউল ভূঁইয়া খোকন ও সদস্য সচিব ইমন,

বড়লেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিক,

জুড়ি উপজেলা আহ্বায়ক দিবাকর দাস ও সদস্য সচিব সাইফুর রহমান,

শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্য সচিব তৈয়ব আহমেদ,

কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির হোসেন ও সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন,

রাজনগর উপজেলা থেকে কাওছার আহমেদ ও সুহেল আহমদ,

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিক আহমেদ, সুমন আচার্য্য, জুয়েল আহমেদ, রুয়েল আহমেদ, মফিজ আহমেদ, সামছুল ইসলাম, সেজিম আহমেদ, শেখ মহসিনসহ অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা সরকারের অব্যাহত নিপীড়ন, গণতন্ত্র হরণ, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এবং প্রশাসনের রাজনৈতিক ব্যবহার বন্ধের দাবি জানান। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান।

বিক্ষোভ ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের মুখে ছিল ক্ষোভ, প্রত্যয় ও প্রত্যাবর্তনের দৃঢ় প্রত্যয়।