ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ ময়না বেগম ও তার দুই শিশুসন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ও নিহত নারীর দেবর নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশের একটি টিম। পুলিশ জানায়, ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নজরুল, ঠিক সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়েছে।
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের একটি ভাড়া বাসায় ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। পোশাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না (৩০), তার ৬ বছর বয়সী কন্যা সায়মা এবং ২ বছর বয়সী পুত্র নিরবকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
নিহত গৃহবধূর ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় নজরুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নজরুলের সঙ্গে ভিকটিম পরিবারের বিরোধ চলছিল। তদন্ত কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এ বিরোধ থেকেই ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নজরুলকে জিজ্ঞাসাবাদে হত্যার পেছনের মূল কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নাম উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।
ভালুকা থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা সব কারণ উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে। তিনটি তাজা প্রাণ হারানোয় এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








