গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা শাখা তারেক জিয়া সাইবার ফোর্সের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনকে শক্তিশালী ও কার্যকর রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. ফরহাদ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিবুল হাসান শাওন।
প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
বক্তব্য প্রদান করেন:
* সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ
* সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু
* কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক (রংপুর বিভাগ) রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো
* অ্যাডভোকেট মো. শাহ নেওয়াজ খান
* মো. মাইদুল ইসলাম
* মো. বাদল মিয়া
* সিনিয়র সহ-সভাপতি মুনমুন রহমান
* সহ-সভাপতি জসিম মিয়া
* সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম
* রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থে সাইবার ফোর্সকে আরও সুসংগঠিত করে তথ্য যুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা বলেন, তরুণ প্রজন্মকে জাতীয় স্বার্থে প্রযুক্তিভিত্তিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেখানে তারেক জিয়া সাইবার ফোর্স অগ্রণী ভূমিকা পালন করবে।
নেতারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দল ও দেশের প্রয়োজনে সাইবার ফোর্সের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে—এমন প্রত্যাশা সবার।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








