Home দেশ সংবাদ সাংবাদিক স্বপ্না শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

সাংবাদিক স্বপ্না শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

99
0
blank

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্-এর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেলের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

জেলা রিপোর্টার্স ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল মমিন বলেন, “গত ৮ জুলাই সাংবাদিক স্বপ্না শাহ্ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় স্থানীয় কিছু দুর্বৃত্তের হামলার শিকার হন। তাদের ঘিরে ধরে টানা হেঁচড়া করা হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। নারী সাংবাদিক স্বপ্নাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি খারাপ হওয়ায় স্বজন ও সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করা হয়।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো। তিনি বলেন, “একজন নারী সাংবাদিকের ওপর এমন নির্মম হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এছাড়াও বক্তব্য দেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আব্দুর রশিদ, আব্দুল মালেক ও মহিবুল ইসলাম সুজন।

মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিক স্বপ্না শাহ্-এর ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।