Home দেশ সংবাদ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

135
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততা, আইনশৃঙ্খলার ক্রমাবনতি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। আজ মঙ্গলবার দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও সাত উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানী, সহ-আহ্বায়ক ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ না নিয়ে বরং জনগণের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।”

বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।