নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অভিযানে ২২৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষায় জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৫, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম সাভার মডেল থানার মজিদপুর ছোট পল্লী মেহের এলাকায় অভিযান চালায়। এ সময় মোছা: বিলকিস আক্তার (৩৫), স্বামী মোঃ শাহিদ মিয়া, পিতা-মৃত তাহের আলী, সাং–মজিদপুর ছোট পল্লী মেহের, থানা–সাভার, জেলা–ঢাকাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর দক্ষ কর্মকর্তারা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে সচেতন মহলে।








