ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে এক নারী ও তার দুই শিশুসন্তানকে। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের টিঅ্যান্ডটি রোড এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (২৬), মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিরোধের জেরে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম ওই তিনজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা নজরুলের ঘর থেকেই উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার আগের রাতে তিনি ও তার আরেক ভাই রাসেল কর্মস্থলে ডিউটিতে ছিলেন। সকালবেলা বাসার গেট বন্ধ দেখে রফিকুল ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন। নিজ ঘরের দরজায়ও তালা দেখে তা ভেঙে ভিতরে প্রবেশ করলে স্ত্রী ও দুই শিশুকে গলাকাটা অবস্থায় মৃত দেখতে পান।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
সন্দেহভাজন নজরুল ইসলামকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।








