Home দেশ সংবাদ চার দশকের ভোগান্তি: মিরাপুরের এক কিলোমিটার রাস্তা এখন মরণফাঁদ

চার দশকের ভোগান্তি: মিরাপুরের এক কিলোমিটার রাস্তা এখন মরণফাঁদ

209
0
blank

 গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর থেকে তিনপুকুর পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা চরম অবহেলার শিকার হয়ে এখন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। প্রায় চার দশক ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ সীমাহীন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক যেন মৃত্যু ফাঁদে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির দুই পাশে প্রায় তিন শতাধিক পরিবার বসবাস করে। প্রতিদিন এই পথেই শিক্ষার্থী, কৃষক, রোগীসহ অসংখ্য মানুষ চলাচল করেন। বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে পড়ে। অসুস্থ কাউকে দ্রুত হাসপাতালে নেওয়া যায় না, শিশুরা কাদা পেরিয়ে স্কুলে যেতে চায় না, এমনকি মোটরসাইকেল ও রিকশাও চলাচল করতে পারছে না।

মিরাপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, “প্রায় চল্লিশ বছর ধরে নির্বাচনের আগে সবাই এই রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত কেউ বাদ যান না। কিন্তু বিজয়ের পর কেউ আর ফিরে তাকান না।”

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের নিত্যদিন এসব ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, “এখন আর আশ্বাস শুনতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ চাই। এই এক কিলোমিটার রাস্তা পাকা হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে।”

এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব যমুনা সংবাদকে জানান, “রাস্তাটির মাপজোক শেষ হয়েছে। দ্রুতই এটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।”

এই রাস্তা কেবল মিরাপুর গ্রামের নয়, বরং আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।