নীলফামারী প্রতিনিধি:
গোপন সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং সারাদেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা ছাত্রদল।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে নীলফামারী জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে গোপন তৎপরতা চালিয়ে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করতে চাচ্ছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র, শিক্ষা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, এ ধরনের দেশবিরোধী তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভা শেষ হয়। সভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








