Home দেশ সংবাদ বিশ্ব জনসংখ্যা দিবসে নীলফামারীতে জেলা প্রশাসকের কর্মব্যস্ত দিন

বিশ্ব জনসংখ্যা দিবসে নীলফামারীতে জেলা প্রশাসকের কর্মব্যস্ত দিন

299
0
blank

নিজস্ব প্রতিবেদক :

১৪ জুলাই ২০২৫

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) দিনভর নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামান। তিনি একাধিক জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক অংশ নেন হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে। এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “হিজড়া জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

এরপর তিনি উপস্থিত হন ‘বৃক্ষ মেলা ২০২৫’-এর প্রস্তুতিমূলক সভায়। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সামাজিক বনায়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির ওপর জোর দেন।

পরবর্তীতে, জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন’-এর ব্লাড ক্যাম্পেইন-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তিনি বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। দেশের তরুণদের এগিয়ে এসে এই কর্মসূচিকে আরও বেগবান করতে হবে। প্রযুক্তির মাধ্যমে রক্তদানের চর্চাকে সহজ ও ছড়িয়ে দিতে ‘হিমোগ্লোবিন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এরপর লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জেলা পরিষদ, নীলফামারীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। নারীর স্বাস্থ্যসচেতনতা ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নারীদের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনীয় উপকরণের সহজপ্রাপ্তি নিশ্চিত না করলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”

একই অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মাঝে হাসি-আনন্দ ছড়িয়ে পড়ে। সেলাই মেশিনপ্রাপ্ত নারী লাভলী বেগম জানান, “এখন থেকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারব। অনেক ধন্যবাদ প্রশাসনকে।”

পরিশেষে জেলা প্রশাসক সৈয়দপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয়ে প্রযুক্তি সংযুক্তি নিয়ে গুরুত্বারোপ করেন তিনি। সেখানে তিনি ‘হিমোগ্লোবিন’ প্ল্যাটফর্মের আরেকটি ব্লাড ক্যাম্পেইনেও অংশগ্রহণ করেন এবং নতুন রক্তদাতাদের উৎসাহিত করেন।

জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এদিনের প্রতিটি কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সার্বিক আয়োজনে উপস্থিত সুধীজন মনে করেন, জনসংখ্যা দিবসে বাস্তব ও জনমুখী কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসন যে বার্তা দিয়েছে, তা আগামী দিনের উন্নয়ন চিন্তাকে আরও গতিশীল করবে।