সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার অন্যতম আলোচিত আসামী মোঃ খোকন ওরফে ‘এল এক্স খোকন’ (৩৩) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ওয়ালী উল্লাহ ও সঙ্গীয় ফোর্স শনিবার রাতে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এল এক্স খোকন ক্ষমতাসীন রাজনৈতিক অঙ্গনে সক্রিয়, এবং স্থানীয় আওয়ামী লীগ নেত্রী চম্পা ভূঁইয়ার আপন ছোট ভাই। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে চারটি হত্যা, তিনটি হত্যাচেষ্টা এবং একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি ও রাজধানীর যাত্রাবাড়ী থানায় আরেকটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এল এক্স খোকন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং মিজমিজিসহ আশপাশের এলাকায় তার বিরুদ্ধে ভয়ভীতি, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, “আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করতে আমাদের টিম নিরবচ্ছিন্ন নজরদারি ও গোপন তথ্য সংগ্রহ করে এই সফল অভিযান চালায়।”
গ্রেফতারকৃত এল এক্স খোকনকে ১৩ জুলাই ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তের গতি বাড়ানো হবে।








