ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
সারা দেশে চলমান চাঁদাবাজি, ধর্ষণ, সাম্প্রদায়িক কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নীলফামারীর ডোমারে ছাত্র জনতা।
শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে ডোমার রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থী ও তরুণ সমাজ অংশ নেয়। ব্যানারে লেখা ছিল— “সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ, সাম্প্রদায়িক কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল”।
এই কর্মসূচির আয়োজক ছিল ‘ছাত্র জনতা’। সহযোগিতায় ছিল ‘নবজাগরণ ডোমার’ ও ‘সুন্দর ডোমার’ নামে দুটি সামাজিক সংগঠন। বক্তারা বলেন, “বাংলাদেশ আজ অঘোষিত সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। একের পর এক নিরীহ মানুষ চাঁদা না দেওয়ায় খুন হচ্ছে। অথচ প্রশাসন মূর্ছিত। বিচারহীনতার সংস্কৃতি এখন রাষ্ট্রীয় নিয়মে পরিণত হয়েছে।”
তারা আরও বলেন, “সাম্প্রদায়িকতা, ধর্ষণ, দলীয় ক্ষমতার অপব্যবহার এবং বিচারবহির্ভূত হত্যা কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না। আমরা এর অবসান চাই। চাই একটি মানবিক, নিরাপদ, সাম্যভিত্তিক বাংলাদেশ।”
প্রতিবাদী ছাত্ররা সরকারের কাছে দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায়। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ শেষে একটি মিছিল ডোমার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে প্রতিবাদের স্লোগানে।








