Home দেশ সংবাদ নরসিংদীতে গোপন চেম্বারে ৬০ কেজি গাঁজা, গ্রেফতার ২

নরসিংদীতে গোপন চেম্বারে ৬০ কেজি গাঁজা, গ্রেফতার ২

318
0
blank

মাধবদী প্রতিনিধি :

নরসিংদীর মাধবদীতে পুলিশের গোয়েন্দা অভিযানে অভিনব কায়দায় লুকানো ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি পিকআপ ভ্যান জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে মাধবদী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পাকা রাস্তায় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপের বডির নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে খোকন মিয়া (২৫) এবং একই জেলার আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে নিরব আহমেদ ওরফে নিরব (১৯)।

মাধবদী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার পরিমাণ প্রায় ৬০ কেজি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের এক কর্মকর্তা যমুনা সংবাদকে বলেন, “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”