Home বিনোদন ‘ধকধক গার্ল’ মাধুরীর রঙিন গল্প

‘ধকধক গার্ল’ মাধুরীর রঙিন গল্প

523
0
blank

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘ধকধক গার্ল’ নামে খ্যাত মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। তার রূপ, অভিনয় আর প্রাণবন্ত নৃত্যশৈলী আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে পেশাদার জীবন যেমন আলোয় ভরা, তেমনি ব্যক্তিজীবন ঘিরেও আলোচনা-সমালোচনার কমতি ছিল না।

১৯৮৪ সালে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পালের সঙ্গে ‘অবোধ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাধুরীর। এরপর আশির দশকের শেষভাগে অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি—‘তেজাব’, ‘রাম লক্ষণ’, ‘বেটা’-র মতো ছবিতে chemistry মুগ্ধ করে দর্শক হৃদয় জয় করেন।

বলিউডে গুঞ্জন ছিল, শুধু পর্দায় নয়, ক্যামেরার বাইরেও অনিল-মাধুরীর সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। কানাঘুষা এমনও ছিল যে, অনিল কাপুরের স্ত্রী সুনীতা মাধুরীর সঙ্গে অনিলের জুটি গড়া পছন্দ করতেন না, যার জেরে কিছু সময় তারা একসঙ্গে অভিনয় থেকে বিরতও থাকেন। তবে ২০০০ সালের ‘পুকার’ এবং ২০১৯-এর ‘টোটাল ধামাল’-এ আবারও তাদের জুটিকে দেখা যায় বড় পর্দায়।

মাধুরীর আরেক জনপ্রিয় সহ-অভিনেতা ছিলেন সঞ্জয় দত্ত। ‘খলনায়ক’, ‘থানেদার’, ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘সাজন’-এর মতো হিট সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। নব্বইয়ের দশকে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে বেশ আলোচনা হয়। বলা হয়ে থাকে, ‘সাজন’-এর শুটিং চলাকালে তাদের সম্পর্ক গাঢ় হয়। তখন সঞ্জয় বিবাহিত ছিলেন, তার স্ত্রী রিচা শর্মার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও এই কারণেই নাকি বেড়ে যায়। তবে ১৯৯৩ সালে সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর মাধুরী ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন করেন।

জ্যাকি শ্রফের সঙ্গেও মাধুরীর জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয় ছিল। ‘ত্রিদেব’, ‘লজ্জা’, ‘উত্তর দক্ষিণ’-এর মতো সিনেমায় তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। বলিপাড়ায় গুঞ্জন ছড়ায়, এই জুটির সম্পর্ক পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছিল। যদিও এ বিষয়ে কখনো কেউ মুখ খোলেননি।

মাধুরীর নাম জড়িয়েছিল আরেক বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও। ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘মুজরিম’, ‘পেয়ার কা দেবতা’সহ একাধিক সিনেমায় তাদের দেখা যায় জুটি হিসেবে। গুঞ্জন রয়েছে, অনিলের সঙ্গে দূরত্বের পর মিঠুনের সঙ্গেই সম্পর্কে জড়ান মাধুরী। তবে এসব গুজবকে ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন তার তৎকালীন ম্যানেজার রিক্কু রাকেশ নাথ। তার ভাষায়, “কয়েকজন প্রযোজক ইচ্ছাকৃতভাবে এসব রটনা ছড়িয়েছিলেন।”

এমনকি ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গেও মাধুরীর নাম জড়ায়। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচয় থেকে ঘনিষ্ঠতা—পরবর্তীতে তাদের সম্পর্ক বিয়ের পরিকল্পনাতেও পৌঁছায় বলে খবর রটে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়।

অবশেষে, সব গুঞ্জনকে পেছনে ফেলে ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী দীক্ষিত। বিয়ের পর কিছু সময় যুক্তরাষ্ট্রে বসবাস করে বর্তমানে স্বামী ও দুই সন্তানকে নিয়ে মুম্বাইতেই বসবাস করছেন এই তারকা। আজও তিনি বলিউডের উজ্জ্বল এক অধ্যায়ের নাম।