যশোর প্রতিনিধি:
“দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলনই হবে এনসিপির আগামী দিনের অঙ্গীকার”— এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একটি দল বলে তারা কোটি কোটি লোকজনের মালিক— আমরা ভয় পাই না। এনসিপি জনতার সঙ্গে ইনসাফ চায়, সংখ্যার নয়।’
শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, ‘দুর্নীতির সাথে জড়িত যে-ই হোক, এনসিপি তার বিরুদ্ধে অবস্থান নেবে। এমনকি যদি আমাদের দলের কেউ দুর্নীতিতে জড়ায়, তাদের বিরুদ্ধেও মাঠে নামবো। আমাদের আন্দোলন হবে অন্যায়ের বিরুদ্ধে— তা সে যত বড় নেতাই হোক না কেন।’
পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘সংস্কারের আলোচনা এখনও টেবিলে আছে, আমাদের রাজপথে বাধ্য করবেন না।’ একইসঙ্গে তিনি বাংলাদেশের স্বার্থ নিয়ে বিদেশি প্রভাবের বিরুদ্ধেও অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, দাদাগিরি নয়।’
সভায় সভাপতিত্ব করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে দিনের শুরুতে শহরের চারখাম্বার মোড়ে এক অভিজাত হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু হয়।
যশোরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি শেষ হয় পথসভাস্থলে। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ চোখে পড়ে। পথসভা শেষে খুলনার উদ্দেশে যাত্রা করে ‘জুলাই পদযাত্রা’।








