ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার ডিমলা উপজেলা শাখার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় ডিমলা উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভবন নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা সদস্য উপাধ্যক্ষ মাওলানা সহিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন,
“অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য দীর্ঘদিন যাবত আমাদের নিজস্ব কোনো পর্যাপ্ত জায়গা ছিল না। তাই সবার সম্মতিক্রমে এই ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ বছর আমরা কোথাও স্থায়ীভাবে বসে সভা করতে পারিনি।
ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আমরা এখন একটি স্বাধীন দেশ পেয়েছি। এখন সময় এসেছে জনগণের সামনে দাঁড়িয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সরব হওয়ার। আমরা এতদিন মানুষের বাড়ি, মসজিদ, বন-জঙ্গলে বসে সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছি। এখন সংগঠনের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি হচ্ছে।”
তিনি ভবন নির্মাণে দ্রুত কাজ শেষ করতে সবার সার্বিক সহযোগিতা ও আর্থিক সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীসহ উপজেলার দশটি ইউনিয়নের জামায়াত রোকন, সূরা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভবনটি পাঁচতলা বিশিষ্ট হবে এবং এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠন, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।








