Home দেশ সংবাদ যশোর বোর্ডে পাস ও জিপিএ-৫ কমেছে

যশোর বোর্ডে পাস ও জিপিএ-৫ কমেছে

223
0
blank

যশোর প্রতিনিধি:

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে আর দেখা যায়নি ‘শতভাগ পাসের আইওয়াস’। ফলাফলে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুইই উল্লেখযোগ্যভাবে কমেছে। শিক্ষা বোর্ডের ভাষ্য, এবার যারা পাস করেছে, তারা প্রকৃত পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতায় পাস করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা এই বছরের ফলাফলে সন্তুষ্ট। কারণ এ বছর কোনো প্রতিষ্ঠান বা অঞ্চলভিত্তিক কৃত্রিম শতভাগ পাস নেই। যোগ্যরাই পাস করেছে।”

চলতি বছর যশোর বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯২.৩৩ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন। ফলে এবার পাসের হার কমেছে ১৮.৬৪ শতাংশ, আর জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৩৪১টি।

বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে যশোর জেলা পাসের হারে সবচেয়ে এগিয়ে।

মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলে শতভাগ পাস করলেও, দুটি বিদ্যালয়ে কেউই পাস করতে পারেনি।

চেয়ারম্যান জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নই এখন বোর্ডের অগ্রাধিকার। আগামীতেও স্বচ্ছতা ও মান বজায় রেখে আরও ভালো ফলাফলের লক্ষ্যে বোর্ড কাজ করে যাবে।

* পাসের হার: ৭৩.৬৯%

* জিপিএ-৫: ১৫,৪১০ জন

* শতভাগ পাস: ৭৫টি স্কুল

* ফলাফল হ্রাস: পাস ১৮.৬৪%, জিপিএ-৫ কমেছে ৫,৩৪১ জন

* জিরো পাস: ২টি প্রতিষ্ঠান