Home আন্তর্জাতিক সংবাদ ব্রিকস গঠিত হয়েছে ডলার ধ্বংসের জন্য—ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ

ব্রিকস গঠিত হয়েছে ডলার ধ্বংসের জন্য—ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ

361
0
blank

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজ-এর প্রাপ্ত সূত্র মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “ব্রিকস গঠিত হয়েছে মার্কিন ডলারকে ধ্বংস করার জন্য।” তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি বিশ্বমানের ডলার হারাই, তা হবে বড় কোনো যুদ্ধ হেরে যাওয়ার মতো। তখন আমেরিকা আর আগের সেই দেশ থাকবে না।”

ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতির অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে। নতুন সদস্য রাষ্ট্র যোগ করে জোটটি এখন আরও বিস্তৃত। জোটের অন্যতম লক্ষ্য হলো ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা চালুর মাধ্যমে মার্কিন প্রভাব হ্রাস করা।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী, ব্রিকসের বিকল্প মুদ্রা ব্যবস্থা আন্তর্জাতিক অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। রাশিয়া ও চীন ইতোমধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে। এতে ডলারের ওপর বিশ্বনির্ভরতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, “আমরা আমাদের স্ট্যান্ডার্ড হারাতে পারি না। হারালে, সেটি আমাদের জন্য ধ্বংসের সামিল হবে।”

বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকস বনাম যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা এখন নতুন মাত্রায় প্রবেশ করছে, যার প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বে।