Home দেশ সংবাদ বাবুগঞ্জে গোপনে স্কুল কমিটি, এলাকাবাসীর ক্ষোভ

বাবুগঞ্জে গোপনে স্কুল কমিটি, এলাকাবাসীর ক্ষোভ

185
0
blank

বাবুগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে (ঘটকেরচর) গোপনে এডহক কমিটি গঠনের অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।

সোমবার ৭ জুলাই সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে কমিটির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মিজানুর রহমান অনুপস্থিত থাকায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট গণআন্দোলনের পর বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয় সমাজসেবক খলিলুর রহমান ও হুমায়ুন কবিরসহ তিনজন সভাপতি হতে আবেদন করলেও তাদের ৫-৬ মাস ধরে ঘুরাতে থাকেন প্রধান শিক্ষক।

হঠাৎ করেই কাউকে না জানিয়ে একজন গৃহিণীকে সভাপতি করে গোপনে বোর্ড থেকে এডহক কমিটি অনুমোদন করান তিনি। যিনি সভাপতি হয়েছেন, তিনি ঢাকায় বসবাস করেন এবং পেশায় একজন গৃহিণী। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের জমিদাতারাও বিষয়টি জানতেন না।

সমাজসেবক খলিলুর রহমান যমুনা সংবাদকে বলেন, “বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। প্রধান শিক্ষক স্বজনপ্রীতির মাধ্যমে এলাকাবাসীর সাথে প্রতারণা করেছেন। এই কমিটি স্কুলের স্বার্থবিরোধী। আমরা লিখিতভাবে কমিটি বাতিলের দাবি জানিয়েছি।”

এলাকাবাসীর অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন গোপনীয়তা ও পক্ষপাতমূলক আচরণে বিদ্যালয়ের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে স্থানীয়ভাবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য একটি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা যমুনা সংবাদকে জানান, “কমিটি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিষয়টি বোর্ডে জানানো হবে।”

এলাকাবাসী আশাবাদী, প্রশাসন ও শিক্ষা বোর্ড জনমত ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।