নিউজ ডেস্ক:
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে রাখার পক্ষে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫০ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়।
এর মাধ্যমে সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণের পথ বাতিল হলো এবং পুনরায় জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতিই বহাল থাকলো।
রায়ে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগ ৯৬ অনুচ্ছেদ নিয়ে যে পর্যবেক্ষণ দিয়েছিল, তা ছিল একতরফা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিশেষ করে, সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে করা মন্তব্যকে ‘অশোভনীয়’ এবং ক্ষমতাসীন সরকারকে সুবিধা দিতে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে আপিল বিভাগ তা বাতিল করেছে।
এর আগে, ২০১৬ সালের মে মাসে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও, আপিল বিভাগ সেটি খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখে।
পরবর্তীতে ২০১৭ সালের ১ আগস্ট প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়:
“অসদাচরণ বা অসামর্থ্যের কারণে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমেই কার্যকর থাকবে।”
এ রায়ের কিছু পর্যবেক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ৯০৮ পৃষ্ঠার একটি রিভিউ পিটিশন দাখিল করে, যেখানে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে ৯৪টি যুক্তি উপস্থাপন করা হয়। তবে সেই রিভিউও পরে খারিজ হয়ে যায়।
এই রায়ের মাধ্যমে আপিল বিভাগ আবারও স্পষ্ট করেছে, বিচার বিভাগের স্বাধীনতা ও ভারসাম্য রক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ নয়, বরং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী জুডিসিয়াল কাউন্সিলের অধীনে বিচারপতিদের জবাবদিহি নিশ্চিত করাই শ্রেয়।








