মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বার্ডস পোশাক কারখানার শ্রমিকরা ঈদুল আজহার আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বুধবার (৪ জুন) বিকেলে গোড়াই-সখীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ শুরু করেন। পাশাপাশি কারখানার প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেন তারা।
শ্রমিকদের অভিযোগ, কয়েক হাজার শ্রমিক কাজ করা এই কারখানায় সরকার নির্ধারিত সময় অনুযায়ী ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা অমান্য করেছে। বরং বুধবার পর্যন্ত বকেয়া পরিশোধ না করে কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হয়। এতে শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা আন্দোলনে নামেন।
শ্রমিকরা জানান, শুধু বেতন-বোনাস নয়, দীর্ঘদিন ধরেই তাদের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ঈদের ঠিক আগে এই বকেয়া সমস্যায় পড়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এদিকে ঘটনার খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্প, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।”
তবে কারখানার মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
রাত আটটা পর্যন্ত এই প্রতিবেদন পাঠানোর সময়ও সড়ক অবরোধ চলছিল, ফলে গোড়াই-সখীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।








