বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্র-জনতার ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’-এ শহীদ চার পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ।
নগদ অর্থ সহায়তা পেয়েছেন—
🔹 নতুনহাটি গ্রামের শহীদ ইসমাঈল হোসেনের পরিবার,
🔹 সোনারামপুর গ্রামের শহীদ তুহিন আহম্মদের পরিবার,
🔹 গোকলনগর গ্রামের শহীদ আশিকুর রহমানের পরিবার,
🔹 চরলহনিয়া গ্রামের শহীদ ইমরান হোসেনের পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা, যিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক।
সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কাজী আবুল বাসার।
উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তারা শুধু পরিবারের নয়, গোটা জাতির সন্তান। ঈদের প্রাক্কালে এই সহায়তা শুধু উপহার নয়, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রচেষ্টা।”
শহীদ পরিবারের সদস্যরা জানান, “এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। শুধু সাহায্য নয়, এমন সহানুভূতির প্রকাশ আমাদের সাহস দেয়।”
এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণ এবং বর্তমান প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধির একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।








