কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক চাচার হাতে প্রাণ হারিয়েছেন দুই ভাতিজি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মা।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র নিয়ে ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)-এর ওপর হামলা চালান। ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
এ সময় তাদের মা হাজিরা বেগম (৫৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামপুর ইউপি সদস্য ফারুক আহমদ যমুনা সংবাদকে জানান, জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত মাসুক আলীকে আটকের চেষ্টা চলছে।”
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই বোনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








