Home দেশ সংবাদ সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ২ কোটি ৩ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ২ কোটি ৩ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

71
0
blank

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। রোববার ১ জুন ভোররাতে সুরমা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১,৭০০ পিস শাড়ি, ৭,২০০ পিস কসমেটিকস সামগ্রী, ১৮০ কেজি জিরা এবং একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল জেলা শহরের মল্লিকপুরে বিজিবি হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়।

দুপুর ১২টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান-এর উপস্থিতিতে সংবাদ ব্রিফিং করেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাকারবারি চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে। বিজিবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালান প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলার ভারতের সঙ্গে প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই বিশাল সীমান্ত এলাকাকে ১৯টি বিওপির (বর্ডার আউট পোস্ট) মাধ্যমে নিয়মিত নজরদারির আওতায় রাখা হচ্ছে।

এর আগে গত ২৬ মে বিজিবি আরও ১ কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকার এবং ২৮ মে পৃথক আরেক অভিযানে ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, এসব পণ্য দেশের অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে নদীপথে নিয়ে আসা হচ্ছিল। তবে গোয়েন্দা তথ্য ও তৎপর অভিযানের মাধ্যমে তা আটক করা সম্ভব হয়েছে।