নিজস্ব প্রতিবেদক:
ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত পরিশোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, ন্যায়তান্ত্রিক গণমোর্চা ও ইউডিপিএফ।
রোববার ১ জুন বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “ঈদের আনন্দ তখনই অর্থবহ হবে, যখন শ্রমজীবী মানুষ তাদের প্রাপ্য মজুরি ও বোনাস পাবে।”
তারা অভিযোগ করেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে পোশাকখাতে কর্মরত লাখো শ্রমিক এখনও তাদের মে মাসের বেতন ও ঈদের বোনাস পায়নি। সরকার ও মালিকপক্ষের নীরবতায় শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বক্তব্যে উঠে আসে কয়েকটি মূল দাবি:
* শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধ করতে হবে
* বঞ্চনার বিরুদ্ধে সারাদেশে আন্দোলন গড়ে তুলতে হবে
* যেসব কারখানা শ্রমিকদের প্রাপ্য দেয় না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
* দমন-পীড়ন ও ছাঁটাই বন্ধ করতে হবে
* ঈদের আগে সব শ্রমিককে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে
সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক জোটের সভাপতি নাসির উদ্দিন নাসু। তিনি বলেন, “দেশের শিল্প খাতে এক ধরনের পুঁজিবাদী বর্বরতা চলছে, যেখানে শ্রমিকদের রক্ত-ঘামে তৈরি সম্পদের ন্যায্য হিস্যা তারা পাচ্ছে না। শ্রমিকদের পাওনা নিয়ে খেললে, আন্দোলনের আগুন ছড়িয়ে পড়বে।” তিনি সরকারের ‘নির্বিকার’ ভূমিকারও তীব্র সমালোচনা করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়ন কর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে রাষ্ট্র যদি পুঁজিপতিদের পক্ষ নেয়, তবে সেই রাষ্ট্রের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”
সমাবেশ শেষে একটি মিছিল প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।








