Home দেশ সংবাদ মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

478
0
blank

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী কবিতা বেগম (৩০)–কে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী সুজন মিয়া (৩২)। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই সিকদারপাড়ার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই সুজন পালিয়ে যায়।

  1. সুজন মিয়া নীলফামারী সদর উপজেলার মাজাডাঙা শিংগিমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে। নিহতের বাবা কদম আলী শুক্রবার সকালে মির্জাপুর থানায় সুজনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সুজন ও কবিতা দুই সন্তান নিয়ে মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কবিতা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাদের সন্তান কাইয়ুম (১০) ও সুমাইয়া (৮) বছর বয়সী।

নিহত কবিতার বাবা কদম আলী জানান, মাস শেষে বেতনের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে একই বিষয়ে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন ঘরের দরজা বন্ধ করে কবিতাকে মারধর করে এবং পরে ধারালো চাকু দিয়ে তার বুকে ও হাতে আঘাত করে। শেষে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের সময় তাদের মেয়ে সুমাইয়া ঘরেই ছিল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবিতার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।