Home দেশ সংবাদ প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী নারীকে উদ্ধার: মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী নারীকে উদ্ধার: মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড

119
0
blank

বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশ কোস্ট গার্ড শুধু উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেই নয়, মানবিক সংকটেও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এরই প্রমাণ মিলেছে খুলনার দাকোপ উপজেলায়, যেখানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একটি গর্ভবতী নারীকে উদ্ধার করে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসে কোস্ট গার্ড।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে উপকূলীয় এলাকায় নদী উত্তাল রয়েছে। জননিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এমন এক পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের ২৮ বছর বয়সী গর্ভবতী নারী শরীফা বেগমের প্রসববেদনা শুরু হয়। দ্রুত চিকিৎসার প্রয়োজনে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, তবে নদীপথ ব্যতীত যাতায়াতের অন্য কোনো বিকল্প ছিল না।

পরিবারের সদস্যরা তখন আশ্রয় নেয় কোস্ট গার্ড স্টেশন নলিয়ানের কাছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে একটি উদ্ধার বোট প্রস্তুত করে কালাবগি থেকে চালনা ঘাট পর্যন্ত শরীফাকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। সময়োপযোগী ও দক্ষ এই অভিযানের ফলে ওই নারীকে সফলভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয়।

পরে শরীফা বেগম একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন।

ঘটনার বিষয়ে শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তাতেও নিয়োজিত। এই উদ্ধার অভিযানে আমাদের দায়িত্ববোধ ও প্রস্তুতির একটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের মানবিক সেবায় নিজেদের সম্পৃক্ত রেখে দেশের মানুষের পাশে থাকবে।