Home দেশ সংবাদ তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন

তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন

84
0
blank

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রোববার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “ভূমি সেবার সাথে সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাই এই সেবাকে সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একসময় সাধারণ মানুষের জন্য দলিল, খতিয়ান, নামজারি ইত্যাদি বুঝে ওঠা কঠিন ছিলো। এখন তা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সহজ ও নিরাপদ হয়েছে।”

তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের জন্যই এই ভূমি মেলার আয়োজন। এতে একদিকে যেমন মানুষ ভূমি সেবার নানা দিক সম্পর্কে অবহিত হবেন, অন্যদিকে সেবা গ্রহণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়া। বক্তব্য দেন সার্ভেয়ার কাজল মিয়া, পৌর হিসাবরক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন, রঞ্জন কুমার দেব, মেজবা উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, নাজির আরফাত হোসেন, তানজিয়া সারোয়ার, গাজী মোঃ হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মিনহাজ উদ্দিন, আরিফুল ইসলাম ও মোঃ আবদুল হাকিম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব দাস, মোঃ শাহেদ হোসেন ছোটন, মোঃ তাজুল ইসলাম মানিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাধারণ জনগণ।

তিনদিনব্যাপী এ মেলায় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের পক্ষ থেকে স্থাপিত স্টলগুলোতে নামজারি, খতিয়ান, জমির মালিকানা যাচাই, ভূমি কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হচ্ছে।