Home দেশ সংবাদ কোরবানির উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন বাবুগঞ্জের কামাররা

কোরবানির উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন বাবুগঞ্জের কামাররা

113
0
blank

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্যস্ত সময় পার করছেন কামাররা। কোরবানির জন্য প্রয়োজনীয় ধারালো অস্ত্র তৈরিতে এখন তাঁদের দম ফেলারও সময় নেই।

উপজেলার প্রায় অর্ধশত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে কামার পেশায় যুক্ত। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কামারশালায় লোহায় আগুনের তাপ দিয়ে ও হাতুড়ির ঘায়ে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি ও অন্যান্য ধারালো সরঞ্জাম। সারা বছরের তুলনায় এই ঈদ মৌসুমে তাঁদের কাজের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এর ফলে আয়ের পরিমাণও কিছুটা বাড়ে, তবে বাড়তি খরচ আর কাঁচামালের দাম বাড়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ছে বলে জানাচ্ছেন কামাররা।

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে কামারদের দোকানে ভিড় করছেন বিভিন্ন এলাকার ক্রেতারা। ধারালো অস্ত্র তৈরির পাশাপাশি পুরোনো অস্ত্র শাণ দিয়ে পুনরায় ব্যবহারের উপযোগী করাও চলছে পুরোদমে।

বাবুগঞ্জ বন্দর বাজারের কামার সুবাস কর্মকার বলেন, “গত চার-পাঁচ বছরে লোহার দাম কয়েক গুণ বেড়েছে। আগে অল্প পুঁজিতে ব্যবসা চালানো গেলেও এখন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে। সারা দিন পরিশ্রমের পর যা আয় হয়, তার বড় একটা অংশ কিস্তি শোধ করতেই চলে যায়। সংসার চালানো দিন দিন কষ্টসাধ্য হয়ে উঠছে।”

স্থানীয়রা জানান, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ভিড়ে কামার শিল্প অনেকটাই বিলুপ্তির পথে। তবু ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবেই এখনো এই পেশার চাহিদা টিকে আছে। তবে সঠিক পৃষ্ঠপোষকতা ও স্বল্পসুদে ঋণ সহায়তা পেলে এই প্রাচীন শিল্পের টিকে থাকা এবং টেকসই আয় নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন অনেকেই।